Monday, November 18, 2019

সমাজকর্ম-২


সমাজকর্ম
একাদশ-দ্বাদশ
সৃজনশীল নমুনা প্রশ্ন

১। নূহা বিশ্ববিদ্যালয় থেকে বিশেষ একটি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করে যার সম্মান ও মাস্টার্স উভয় শ্রেণীতে ৬০ কর্মদিবসের মাঠকর্ম রয়েছে। বিষয়টির প্রয়োজনীয়তা দিনদিন বৃদ্ধি পাচ্ছে।
ক) "Introduction to social Welfare" গ্রন্থটি কার লেখা?
খ)  সমাজকর্ম একটি পদ্ধতি নির্ধারণ প্রক্রিয়া।- ব্যাখ্যা কর।
গ) নূহা যে বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেছে তার বৈশিষ্ট্য বর্ণনা কর।
ঘ) উদ্দীপকে ইঙ্গিতকৃত বিষয়টি পাঠের আবশ্যকতা বিশ্লেষণ কর।
২। অনেকগুলো পাঠ্যবিষয় নিয়ে সামাজিক বিজ্ঞান অনুষদ। সব পাঠ্যবিষয়ই তাত্বিক, ব্যবহারিক ও সাহায্যকারী পেশা নয়। তবে সামাজিক বিজ্ঞান অনুষদের এমন একটা পঠিত বিষয় আছে যেটি তাত্ত্বিক, ব্যবহারিক এবং উন্নত দেশগুলোতে পেশা হিসেবে স্বীকৃতি পেয়েছে। বাংলাদেশেও বিষয়টি পেশা হিসেবে স্বীকৃতি পাওয়ার পর্যায়ে রয়েছে। এটি বৈজ্ঞানিক পদ্ধতিতে সমস্যা চিহ্নিতকরণ, প্রতিকার, প্রতিরোধ ও উন্নয়নমূলক কাজের সাথে সাথে সচেতনতা সৃষ্টি ও মানব সম্পদ উন্নয়নেও ভূমিকা রাখছে।
ক) 'Industry' শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি?
খ) বহুমুখী সমস্যার সমাধান বলতে কী বোঝায়?
গ) উদ্দীপকে সামাজিক অনুষদের কোন বিষয়ের ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ) উদ্দীপকে উল্লেখিত ভূমিকা পালনের মধ্যেই কি বিষয়টি সীমাবদ্ধ? তোমার মতামত দাও।
৩। মোহন একটি সমাজ উন্নয়নমূলক সংস্থায় কর্মরত। তার সংস্থাটি গ্রামীণ ভূমিহীনদের বৃত্তিমূলক প্রশিক্ষণ দেয়।নারী ও শিশু নির্যাতন রোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে। আবার নারী ও শিশু নির্যাতনের কারণ অনুসন্ধান করে তা মোকাবিলার উপায় উদ্ভাবনে নিয়োজিত থাকে।
ক) অধ্যাপক ডব্লিউ এ ফ্রীডল্যান্ডার লিখিত একটি বইয়ের নাম লেখ।
খ) আত্মকর্মসংস্থান বলতে কি বোঝ?
গ) উদ্দীপকে সমাজকর্মের পরিধিভুক্ত যেসব কার্যক্রমের কথা বলা হয়েছে তা বর্ণনা কর।
ঘ) 'মোহনের সংস্থার কাজের মাধ্যমে সমাজকর্মের পরিধির সামান্যই প্রতিফলিত হয়েছে'- উক্তিটি ব্যাখ্যা কর।
৫।       


ক) সমাজের সবচেয়ে ক্ষুদ্র এবং প্রাথমিক প্রতিষ্ঠানের নাম কি?
খ) মানবসম্পদ উন্নয়নে সমাজকর্মের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
গ) দৃশ্যমান ছক'A' এর '?' চিহ্নিত স্থানে সমাজকর্মের কোন দিকটি প্রতিফলিত হয়েছে- ব্যাখ্যা কর।
ঘ) তুমি কি মনে কর এক 'B' এর '?' চিহ্নিত বিষয়টি দ্রুত পরিবর্তন হচ্ছে? মতামত দাও।
৬। মাসুদ সাহেব যে প্রতিষ্ঠানে চাকরি করেন সে প্রতিষ্ঠানটি সমাজের সুবিধাবঞ্চিত লোকদের নিয়ে কাজ করে। যারা এর সুবিধাভোগী তাদের মধ্যে কেউ কেউ হতদরিদ্র জনগোষ্ঠীর।কেউ আবার তাদের ন্যূনতম চাহিদাগুলো পূরণ করতে পারছেন না। কারও রয়েছে মনো-সামাজিক সমস্যা। প্রতিষ্ঠানটি কর্মসংস্থান ও প্রশিক্ষণ প্রদানের কাজও করে থাকে।
ক) সমাজকর্মের সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন কে?
খ) সামাজিক পরিবর্তন বলতে কি বোঝ?
গ) মাসুদ সাহেবের প্রতিষ্ঠানের কার্যক্রমের মধ্যে সমাজকর্মের যে উদ্দেশ্য প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা কর।
ঘ) উদ্দীপকে মাসুদ সাহেবের প্রতিষ্ঠানের কার্যক্রমের মধ্যে সমাজকর্মের লক্ষ্য অর্জন হয়েছে কিনা তোমার পাঠ্যবইয়ের আলোকে মতামত দাও।
৭। বিন্দু উচ্চ শিক্ষিত বেকার যুবক। তিনি নিজ এলাকার গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করতে চান। তিনি এ লক্ষ্যে তার এলাকার ওপর একটি জরিপ গবেষণা কার্য পরিচালনা করেন। জরিপ গবেষণার ফলাফলে তিনি লক্ষ্য করেন নিরক্ষরতা ও সম্পদের অপ্রতুলতা এলাকার উন্নয়নের মূল প্রতিবন্ধক। তিনি এ সমস্যা উত্তরণে একটি পরিকল্পনা করেন এবং এক্ষেত্রে তিনি একজন সমাজকর্মীর সহায়তা গ্রহণ করেন।
ক) সমাজকর্ম ধারণার ওপর একজন মনীষী প্রদত্ত সংজ্ঞা লেখ।
খ) সমাজকর্মের একটি লক্ষ্য ব্যাখ্যা কর।
গ) বিন্দু তার নিজ এলাকার সমস্যার উত্তরণ পরিকল্পনায় সমাজকর্মের কোন ক্ষেত্রসমূহ বিবেচনায় রাখতে পারেন? ব্যাখ্যা কর।
ঘ) বিন্দুর জরিপ গবেষণার ফলাফলের প্রতিবন্ধকতা উত্তরণে সমাজকর্ম শিক্ষার গুরুত্ব বিশ্লেষণ কর।
৮। জনাব জাহাঙ্গীর আলম একজন বিশিষ্ট পরিবেশবিদ।একুশে টিভি কর্তৃক আয়োজিত পরিবেশ বিষয়ক টকশোতে তিনি যোগদান করেন। তিনি তার বক্তব্যের শুরুতে বলেন, অজ্ঞতা, নিরক্ষরতা, অদৃষ্টবাদিতা, কুসংস্কার ও কুপ্রথা, সামাজিক অসচেতনতা,বেকারত্ব, জনসংখ্যার ক্রমবর্ধমান চাপ ও দরিদ্রতা আর্থ-সামাজিক উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তিনি আরও বলেন, সমাজকর্ম যেহেতু সমগ্রভাবে মানুষের দৈহিক, মানসিক ও সামাজিক অগ্রগতির সার্বিক উন্নয়নে বিজ্ঞানসম্মত প্রক্রিয়ায় সহায়তা করে থাকে সেহেতু এর মাধ্যমেই এসকল সমস্যার প্রতিকার ও প্রতিরোধ করা সম্ভব।
ক) সামাজিক গবেষণা কাকে বলে?
খ) পারিবারিক সেবা বলতে কি বোঝ?
গ) উদ্দীপকে জনাব জাহাঙ্গীর আলমের বক্তব্যে সমাজকর্মের কোন দিকটি প্রতিফলিত হয়? ব্যাখ্যা কর।
ঘ) সামাজিক অগ্রগতির সার্বিক উন্নয়নের সাথে জাহাঙ্গীর আলমের শেষোক্ত বক্তব্যটির তুলনামূলক আলোচনা কর।
৯। লুৎফর সাহেব সমাজবিজ্ঞানের এমন একটি শাখা নিয়ে আলোচনা করছিলেন, যে শাখার মাধ্যমে সমাজে বসবাসরত মানুষ তার পরিবেশের মধ্যে আন্তঃক্রিয়া সৃষ্টির মাধ্যমে সামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে পারে। তিনি আরও বলেন যে, এটি হচ্ছে বৈজ্ঞানিক জ্ঞান ও মানবিক সম্পর্ক বিষয়ক দক্ষতা নির্ভর একটি পেশাদার সেবা।
ক) সার্বিক বিবেচনায় সমাজকর্মের বৈশিষ্ট্য গুলো কে কয় ভাগে ভাগ করা যায়?
খ) সমাজকল্যাণমূলক কর্মসূচিগুলো ব্যাখ্যা কর।
গ) উদ্দীপকের লুৎফর সাহেব সমাজবিজ্ঞানের কোন শাখা সম্পর্কে আলোচনা করেছেন? ব্যাখ্যা কর।
ঘ) উক্ত শাখায় শিক্ষার প্রয়োজনীয়তা কতটুকু? তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
১০। বিগত বছরে হাওড় অঞ্চলে অকাল বন্যায় কৃষকের প্রধান ফসল ধানের ব্যাপক ক্ষতি হয়। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ক্লাস বন্ধ থাকে। জরুরি চিকিৎসা সেবায়ও সংকট দেখা দেয়। আয়-রোজগার না থাকায় অনেকে ক্ষতিগ্রস্ত ঘর-বাড়ি মেরামত করতে পারেনি।
ক) 'Common Human Needs' গ্রন্থটি কে রচনা করেন?
খ) শিক্ষাকে কেন মৌল মানবিক চাহিদা বলা হয়?
গ) উদ্দীপকে কেন মৌল মানবিক চাহিদার অনুপস্থিতি লক্ষণীয়? ব্যাখ্যা কর।
ঘ) উদ্দীপকে অনুপস্থিত মানব জীবনের মৌল মানবিক চাহিদার তাৎপর্য বিশ্লেষণ কর।
১১। জাহিদ হাসান স্ত্রী সন্তানদের নিয়ে গ্রামে বসবাস করত। কিন্তু গ্রামে আয়ের ভালো ব্যবস্থা না থাকায় কাজের সন্ধানে শহরে যায় এবং রিকশা চালিয়ে সংসার চালায়। তিনি যা আয় করেন তা দ্বারা সংসারের সকলের খাবারের ব্যবস্থা করতে পারেন এবং বাসার পাশেই সরকারি প্রাইমারি স্কুল থাকায় ছেলেমেয়েদের লেখাপড়াও করান। কিন্তু কম আয়ের কারণে স্ত্রী-সন্তানদের প্রয়োজনমতো কাপড়-চোপড় কিনে দিতে পারেন না,অসুস্থ হলে চিকিৎসা করাতে পারেন না এবং অবসর সময় কাটানোর জন্য একটি টিভিও কিনে দিতে পারেন না। তবে বস্তি এলাকায় বসবাস করলেও ঘরে থাকতে তাদের খুব একটা অসুবিধা হয় না।
ক) মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
খ) মৌল মানবিক চাহিদা বলতে কি বোঝ?
গ) উদ্দীপকে জাহিদ হাসানের পরিবার কি কি মৌল মানবিক চাহিদা পূরণ করতে পারছে না? ব্যাখ্যা কর।
ঘ) উদ্দীপকে জাহিদ হাসান এবং তার পরিবার যে সকল চাহিদা পূরণ করতে পারছে না তা যথার্থ কিনা? তোমার মতামত দাও।

বহুনির্বাচনী নমুনা প্রশ্ন 👈 ক্লিক করুন।

Sunday, November 17, 2019

সমাজবিজ্ঞান-১১

রাজশাহী কলেজ
সমাজবিজ্ঞান
বহুনির্বাচনী নমুনা প্রশ্ন
সময়ঃ৩০মিনিট                                     পূর্ণমানঃ৩০
১। 'Sociology' শব্দটির প্রবক্তা কে?
ক) প্লেটো      খ) এরিস্টটল
গ) ইবনে খালদুন     ঘ) অগাস্ট কোৎ
২। সমাজবিজ্ঞানকে বলা হয়-
ক) মূল্যবোধভিত্তিক বিজ্ঞান
খ) বস্তুনিষ্ঠ বিজ্ঞান
গ) আদর্শনিষ্ঠ বিজ্ঞান
ঘ) ব্যবহারিক বিজ্ঞান
৩। 'The Prince' গ্রন্থের লেখক কে?
ক) হপস    খ) লক    গ) মেকিয়াভেলি   ঘ) রুশো
৪। অষ্টাদশ শতাব্দীতে কোথায় শিল্প বিপ্লব ঘটে?
ক) ফ্রান্সে    খ) জার্মানিতে    গ) ইটালিতে    ঘ) ইংল্যান্ডে
৫। 'সমাজবিজ্ঞান হচ্ছে অনুষ্ঠান- প্রতিষ্ঠানের বিজ্ঞান'– উক্তিটি কার?
ক) ইবনে খালদুন     খ) অগাস্ট কোঁৎ
গ) এমিল ডুর্খেইম      ঘ) কার্ল মার্কস
৬। সমাজবিজ্ঞানের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে-
ক) মানুষ    খ) সংস্কৃতি    গ) সম্প্রদায়    ঘ) সমাজ
৭। 'সামাজিক স্থিতিশীলতা ও সামাজিক গতিশীলতা' ধারণাটি কোন সমাজবিজ্ঞানীর?
ক) এমিল ডুর্খেইম     খ) উইলিয়াম পি.স্কট
গ) অগাস্ট কোঁৎ     ঘ) রিচার্ড টি শেফার
৮। বৈজ্ঞানিক পদ্ধতির প্রথম ধাপ কোনটি?
ক) উপাত্ত সংগ্রহ    খ) সমস্যা নির্বাচন
গ) যথার্থতা যাচাই     ঘ) উপাত্তের শ্রেণী বিন্যাস
৯। গ্রামীণ আর্থ-সামাজিক অবস্থা সম্পর্কে অনুসন্ধান করতে কোন গবেষণা পদ্ধতি ব্যবহার করা হয়?
ক) জরিপ পদ্ধতি    খ) ঐতিহাসিক পদ্ধতি
গ) তুলনামূলক পদ্ধতি     ঘ) পরীক্ষণ পদ্ধতি
১০। কৌশলের ইংরেজি প্রতিশব্দ কোনটি?
ক) Method      খ) Technique
গ) Logos          ঘ) Research
১১। বিজ্ঞান ভিত্তিক গবেষণা পদ্ধতি প্রথম ধাপ কোনটি?
ক) উপাত্ত সংগ্রহ     খ) প্রকল্প প্রণয়ন
গ) তথ্য উপস্থাপন     ঘ) সমস্যা নির্বাচন
১২। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট অনুসন্ধানে কোন ধরনের গবেষণা পদ্ধতি প্রয়োগ করা যায়?
ক) পরীক্ষণ পদ্ধতি    খ) ঐতিহাসিক পদ্ধতি
গ) তুলনামূলক পদ্ধতি   ঘ) ঘটনা জরিপ পদ্ধতি
১৩। বৈজ্ঞানিক পদ্ধতির ধাপ নয় কোনটি?
ক) সমস্যা নির্বাচন     খ) অনুসিদ্ধান্ত যাচাই
গ) সুশৃংখল অধ্যায়ন ঘ) সমস্যার সংজ্ঞায়ন
১৪। সমাজবিজ্ঞানকে ঐতিহ্যগতভাবে মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান বলা হয়। কারণ, সমাজবিজ্ঞান-
ক) সমাজের বাস্তবতা তুলে ধরে নিরপেক্ষভাবে বিশ্লেষণ করে
খ) সমাজে মূল্যবোধ নিয়ে আলোচনা করে
গ) সমাজের সকল বিষয় ভাবাবেগ দ্বারা মূল্যায়ন করে
ঘ) নৈতিকতার দিক থেকে সমাজের বিশ্লেষণ করে
১৫। পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-
ক) অর্থনৈতিক     খ) পারিবারিক
গ) ব্যক্তিগত         ঘ) দেশের জন্য
১৬। Das Capital গ্রন্থটির রচিয়তা কে?
ক) অগাস্ট কোঁৎ       খ) কার্ল মার্কস
গ) ম্যাক্সওয়েবার      ঘ) ডুর্খেইম
১৭। ডুর্খেইম কয় ধরনের আত্মহত্যার কথা বলেছেন?
ক) দুই    খ) তিন     গ) পাঁচ    ঘ) ছয়
১৮। রাষ্ট্রের উৎপত্তির ক্ষেত্রে "সামাজিক চুক্তি" মতবাদের প্রবক্তা কে?
ক) কার্ল মার্কস     খ) রুশো
গ) ডুর্খেইন ঘ) ওয়েবার
১৯। আসাবিয়া হচ্ছে-
ক) সামাজিক সংহতি     খ) সামাজিক চেতনা
গ) সামাজিক ক্ষমতা     ঘ) সামাজিক নির্ভরশীলতা
২০। শ্রেণীসংগ্রাম তত্ত্বটি কার?
ক) ইবনে খালদুন    খ) হার্বাট স্পেন্সার
গ) কার্ল মার্কস        ঘ) এমিল ডুর্খেইম
২১। "The Protestant Ethic and Spirit of Capitalism" গ্রন্থটির লেখক কে?
ক) আগস্ট কোঁৎ       খ) ম্যাক্সওয়েবার
গ) হার্বাট স্পেন্সার      ঘ) কার্ল মার্কস
২২। বাংলাদেশের সমাজবিজ্ঞানের প্রতিষ্ঠাতা বলা হয় কাকে?
ক) অর্জিত কুমার সেন     খ) এ.কে.নাজমুল করিম
গ) রাধাকমল মুখার্জী       ঘ) লেভী স্ট্রস
২৩। 'সমাজ সমীক্ষণ' বইটির রচিয়তা কে?
ক)ড. এ.কে. নাজমুল করিম
খ) অধ্যাপক আফসার উদ্দিন
গ) অধ্যাপক ফজলুল রশিদ খান
ঘ) ড.রঙ্গলাল সেন
২৪। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক)১৯৫৭         খ) ১৯৫৮
গ) ১৯৫৯         ঘ) ১৯৬০
২৫। কোন বিষয়টি সমাজের মানুষের সামগ্রিক জীবন প্রণালী নিয়ে আলোচনা করে?
ক) ভূগোল    খ) রাষ্ট্রবিজ্ঞান    গ) অর্থনীতি     ঘ) সমাজবিজ্ঞান
২৬। 'Society' গ্রন্থের লেখক কে?
ক) ম্যাকাইভার ও পেজ     খ) গিলিন ও গেলিন
গ) ডেভিড পপেনো        ঘ) এরিস্টোটল
২৭। বাংলাদেশে সমাজবিজ্ঞান চর্চার পথিকৃৎ কে?
ক) ড.রঙ্গলাল সেন   
খ) ড.হাফিজ জায়েদি
গ) ড.এ.কে. নাজমুল করিম
ঘ) নিজাম উদ্দিন আহমদ
২৮। বাংলাদেশের সমাজবিজ্ঞান বিকাশে জাতিসংঘের কোন সংস্থা অবদান রেখেছে?
ক) ইউনেস্কো      খ) ডব্লিউ এইচ. ও
গ) ইউনিসেফ      ঘ) ইউএনডিপি
২৯। কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান পাঠ শুরু হয়?
ক) ১৯১৭      খ) ১৯১৯
গ) ১৯২৫      ঘ) ১৯৫৭
৩০। বাংলাদেশের সমাজবিজ্ঞানের অগ্রযাত্রা শুরু হয় কত সালে?
ক) ১৯৪৭ সালে     খ) ১৯৫৭ সালে
গ) ১৯৬৭ সালে      ঘ) ১৯৬৮ সালে

সৃজনশীল নমুনা প্রশ্ন 👈 ক্লিক করুন।


সমাজবিজ্ঞান-১.২

রাজশাহী কলেজ
সমাজবিজ্ঞান
 সৃজনশীল নমুনা প্রশ্ন
সময়ঃ২.৩০ ঘন্টা                                     পূর্ণমানঃ৭০

১। কবির বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের ছাত্র। সে তার খালার বাসায় থেকে পড়ালেখা করছে। তার খালু একজন সরকারি চাকরিজীবী। একদিন তিনি জিজ্ঞেস করলেন, কবির তুমি কোন বিষয়ে লেখাপড়া করছো। কবির উত্তর দিলো আমি এমন একটি বিষয়ে পড়ালেখা করছি যা মানুষের চাল-চলন, আচার-আচরণ, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে।
ক) 'সমাজবিজ্ঞান হলো সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান'- উক্তিটি কার?
খ) ক্রয়ন্তর সূত্রটি ব্যাখ্যা কর।
গ) উদ্দীপকে কোন বিষয়টি সম্পর্কে বলা হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ) সমাজবিজ্ঞান সমাজের পূর্ণাঙ্গ পাঠ- উদ্দীপকের আলোকে তোমার মতামতের যুক্তিসহ আলোচনা কর।
২। রনি তার জন্মদিনে একটি বই উপহার পেল।বইটি পড়ে রনি সমাজের ক্ষুদ্র সংগঠনের উৎপত্তি,বিকাশ,প্রকরণ,কার্যাবলী এবং সমস্যা সম্পর্কে জানতে পারল। সে মানুষের আচার-আচরণ, তাদের পারস্পরিক সম্পর্ক,প্রথা,বিশ্বাস ও সংস্কৃতি এবং বিভিন্ন জাতি সম্মন্ধেও জানতে পারে। অবশেষে মানুষের পারস্পরিক ঘটনাসমূহের কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করে।
ক) "সমাজবিজ্ঞানই একমাত্র বিজ্ঞান যা সমাজ ও সামাজিক সম্পর্ক বিষয়ে অধ্যায়ন করে"- উক্তিটি কোন সমাজবিজ্ঞানীর?
খ) শিক্ষার সমাজবিজ্ঞান বলতে কি বুঝ? ব্যাখ্যা কর।
গ) উদ্দীপকের রনি বই পড়ে যে ক্ষুদ্র সামাজিক সংগঠন সম্পর্কে জানতে পারে তা সমাজবিজ্ঞানের কোন শাখায় আলোচনা করা হয়? ব্যাখ্যা কর।
ঘ) উদ্দীপকে উল্লিখিত বিষয়টি মানব সমাজের সামগ্রিক পাঠ- বিশ্লেষণ কর।
৩। সালাম সাহেব পরিবার পরিজন নিয়ে শহরে বাস করে। তার একমাত্র কলেজ পড়ুয়া ছেলে পাড়ার বন্ধুদের সাথে মিলে ধূমপানে অভ্যস্ত হয়ে পড়েছে। মাঝে মধ্যে বাবার অজান্তে তাঁর পকেট থেকে টাকা-পয়সা নিয়ে থাকে এবং দেরি করে বাড়ি ফেরে।
ক) "সমাজবিজ্ঞান একমাত্র বিজ্ঞান যা সমাজ এবং সামাজিক সম্পর্ক বিষয়ে অধ্যায়ন করে।"- উক্ত সংজ্ঞাটি কোন সমাজবিজ্ঞানীর?
খ) সমাজবিজ্ঞান একটি বিশেষধর্মী বিজ্ঞান-ব্যাখ্যা কর।
গ) উদ্দীপকে সালাম, সাহেবের ছেলের আচরণ সমাজবিজ্ঞানের কোন শাখায় আলোচনা করা হয়?ব্যাখ্যা কর।
ঘ) উদ্দীপকে উল্লেখিত সমস্যা সমাধানে সমাজবিজ্ঞানীদের জ্ঞান কিভাবে সাহায্য করতে পারে?– তোমার মতামত দাও।
৪।জনাব আলমগীর হোসেন 'DURC' নামক একটি গবেষণা প্রতিষ্ঠানে কাজ করেন।তিনি সমাজের অতীত ঘটনাবলী সম্পর্কে ধারাবাহিক গবেষণা করেন। এ ধরনের গবেষণা কাজের জন্য তিনি বিভিন্ন গ্রন্থ,সাময়িকী,পত্র-পত্রিকা,গবেষণা রিপোর্ট, দলিল-দস্তাবেজ ইত্যাদি সাহায্য নিয়ে থাকেন। অন্যদিকে তার বন্ধু সোহেল খান "আলমগীর স্বপ্ন" নামক একটি প্রতিষ্ঠানে সমাজ গবেষণায় ভিন্নধরনের পদ্ধতির আশ্রয় নিয়ে থাকেন। তার পদ্ধতির ধরণ হলো মাঠ পর্যায়ে প্রশ্নমালা, সাক্ষাৎকার ইত্যাদির মাধ্যমে উপাত্ত(Data) সংগ্রহ।
ক) পদ্ধতির ইংরেজি প্রতিশব্দ কি?
খ) জৈবিক সাদৃশ্যের তত্ত্বটি কার? ব্যাখ্যা কর।
গ) উদ্দীপকে বর্ণিত জনাব আলমগীর হোসেন ও তার বন্ধু সমাজ গবেষণায় কোন কোন পদ্ধতি অনুসরণ করেছেন? ব্যাখ্যা কর।
ঘ) উদ্দীপকে উল্লেখিত গবেষণার পদ্ধতিগুলোর গুরুত্ব তোমার পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর।
৫। মোহন মিয়া রসুলপুর গ্রামের একজন কৃষক।তিনি সনাতন পদ্ধতি তথা গরুর লাঙ্গল দ্বারা চাষাবাদ করেন। গ্রামের অনেকেই লাঙ্গলের পরিবর্তে ট্রাক্টর এবং আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে। এতে উৎপাদন বৃদ্ধি পায়। তাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নতি হয়। মোহন মিয়ার বড় ছেলে দুলাল পিতাকে ট্রাক্টরসহ অনেক অনেক কৃষি যন্ত্র কিনে দিলেও তিনি লাঙ্গল দ্বারাই চাষাবাদ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। এমনকি অন্যান্য যন্ত্রপাতিও ব্যবহার করতে চান না।
ক) সমাজবিজ্ঞানকে সামাজিক স্থিতিশীলতা ও সামাজিক গতিশীলতার বিজ্ঞান বলে অভিহিত করেছেন কে?
খ) অবস্তুগত সংস্কৃতি বলতে কি বোঝ?
গ) উদ্দীপকে মোহন মিয়ার সনাতন পদ্ধতিতে এবং গ্রামবাসীর আধুনিক পদ্ধতিতে চাষাবাদ সমাজবিজ্ঞানের কোন তত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ?ব্যাখ্যা কর।
ঘ) 'আধুনিক যন্ত্রপাতির ব্যবহার গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে'– বিশ্লেষণ কর।
৬। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা "ইভটিজিং ও বাল্যবিবাহের প্রতি কমলগঞ্জ গ্রামের মানুষের মনোভাব"- এই বিষয়ে গবেষণা করার সিদ্ধান্ত নিল।এ পর্যায়ে শিক্ষার্থীরা একটি প্রশ্নপত্র প্রণয়ন করে, সমস্যা সম্পর্কে তথ্য সংগ্রহ, তথ্যের শ্রেণীবিন্যাস এবং সমস্যা সমাধানের জন্য ভবিষ্যদ্বাণী করে তারা গবেষণা শেষ করল।
ক) অগাস্ট কোতের ত্রয়ন্তের সূত্রের প্রথম স্তরটির নাম কি?
খ) 'আসাবিয়া' কি? বুঝিয়ে দাও।
গ) উদ্দীপকের শিক্ষার্থীরা গবেষণার ক্ষেত্রে কি ধরনের পদ্ধতি অবলম্বন করেছে- ব্যাখ্যা কর।
ঘ) উদ্দীপকে শিক্ষার্থীরা গবেষণা কার্যে যে পর্যায়গুলো প্রয়োগ করেছে তা বিশ্লেষণ কর।
৭। জাকির সাহেব ব্যবসার প্রয়োজনে প্রায়শ ইউরোপ ভ্রমণ করেন। তিনি লক্ষ করেন যে, ইউরোপের মানুষ অনেক বেশি যুক্তি ও চিন্তার মাধ্যমে বাস্তব অবস্থাকে গ্রহণ করে। অথচ তার অঞ্চলের অধিকাংশ মানুষ এখনো দৈবশক্তিতে বিশ্বাসী। নিজেদের ভাল-মন্দের জন্য ভাগ্যকেই দায়ী করে।
ক) নৈরাজ্যমূলক আত্মহত্যা কি?
খ) 'আমলাতন্ত্র হচ্ছে আইনগত কর্তৃত্ব'- বুঝিয়ে লেখ।
গ) জাকির সাহেবের বর্ণিত ইউরোপের সমাজ অগাষ্ট কোঁতের মানবসমাজ বিকাশের কোন পর্যায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ? ব্যাখ্যা কর।
ঘ) জাকির সাহেবের নিজ অঞ্চলের অবস্থারও পরিবর্তন সম্ভব।- তুমি কি একমত? অগাস্ট কোঁতোর আলোকে ব্যাখ্যা কর।
৮। চৌদ্দ শতকে একজন মুসলিম মনীষী, ইতিহাসবেত্তা সর্বপ্রথম মানুষ সম্পর্কে একটি বিজ্ঞানের অভাববোধ করেন। তিনি সামাজিক সংহতি বা গোষ্ঠী সংহতিকে গুরুত্বের সঙ্গে ব্যাখ্যা করেন। উনিশ শতকে আরও একজন ফরাসী সমাজবিজ্ঞানীর সমাজতাত্ত্বিক চিন্তার মাধ্যমে সমাজবিজ্ঞানকে আরও বিকাশ লাভে সহায়তা করেন। তাঁর চিন্তার মূল বিষয় ছিল সামগ্রিক ঘটনা যার মাধ্যমে তিনি মানুষের শ্রম বিভাজন, আত্মহত্যা তত্ত্বের ব্যাখ্যা করেন। এভাবে সমাজবিজ্ঞানীদের বিভিন্ন অবদানের ভিত্তিতে আজ সমাজবিজ্ঞান একটি স্বতন্ত্র এবং গুরুত্বপূর্ণ বিজ্ঞান হিসেবে আত্মপ্রকাশ করতে সক্ষম হয়েছে।
ক) দৃষ্টবাদের জনক কে?
খ) আদর্শ নমুন কি? ব্যাখ্যা কর।
গ) উদ্দীপকে উল্লেখিত মানুষের শ্রম বিভাজন ও আত্মহত্যাতত্ত্ব কোন সমাজবিজ্ঞানীর? ব্যাখ্যা কর।
ঘ) উদ্দীপকে উল্লেখিত মুসলিম মনীষীর সমাজবিজ্ঞান বিকাশের ক্ষেত্রে অবদানকে তুমি কিভাবে মূল্যায়ন করবে? যুক্তি উপস্থাপন কর।
৯। গার্মেন্টর শ্রমিক সোহেল দিনরাত কাজ করেও যে বেতন পায় তাতে তার সংসার চালাতে কষ্ট হয়। অন্যদিকে মালিক মুনাফার টাকা দিয়ে নতুন গার্মেন্টস ফ্যাক্টরি খুলছে। সময়েও প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারেনি। বর্তমানে তার সহকর্মীরা লক্ষ করে যে, পূর্বের তুলনায় সোহেলের কাজের গতি অনেক কমে গেছে। কাজে মন নেই। সব সময় মনমরা হয়ে থাকে।
ক) 'Capital' গ্রন্থের লেখক কে?
খ) ছেলের সাথে বাবার সম্পর্ক কোন ধরনের জ্ঞাতি সম্পর্ককে নির্দেশ করে? বুঝিয়ে লেখ।
গ) উদ্দীপকে মালিকের নতুন ফ্যাক্টরি খোলা কার্ল মার্কস-এর কোন তত্বের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
ঘ) উদ্দীপকে সোহেলের কাজের গতি কমে যাওয়া ও আচরণ পরিবর্তনের তাত্ত্বিক কারণ বিশ্লেষণ কর।
১০। 'রায়পুর ডিগ্রী কলেজ'- এ সম্প্রতি অনার্স,মাস্টার্স কোর্স চালু করা হয়েছে। দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতিসহ সামাজিক পর্যায়ে বিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগের সহায়ক কোর্স হিসেবে এমন একটি বিষয় দান করা হয়। এটি উচ্চ মাধ্যমিক পর্যায়ে একটি বিষয় হিসেবে থাকলেও স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে এর অস্তিত্ব এই কলেজে নেই। বিষয়টির গুরুত্ব অনুধাবন করে কর্তৃপক্ষ উক্ত বিষয়ে কলেজে অনার্স পর্যায়ে আলাদা একটি বিভাগ খোলে। সম্পূর্ণ ঘটনাটি উক্ত বিষয়ের কোর্স শিক্ষক জনাব আতাউর রহমানকে বাংলাদেশের একটি বিশ্ববিদ্যালয়ে এই বিষয়ে অনার্স কোর্স খোলার ঘটনা মনে করিয়ে দেয়। তিনি বলেন, "নিজ দেশের সমাজ-সংস্কৃতি,ঐতিহ্য ও গতি-প্রকৃতি সম্পর্কে জানার জন্য এই বিষয়ের অধ্যায়ন প্রয়োজন।
ক)বাংলাদেশের সমাজবিজ্ঞানের অগ্রপথিক কে?
খ) সামাজিক স্তরবিন্যাস সম্পর্কে জানতে হলে সমাজবিজ্ঞানের জ্ঞান থাকা কেন প্রয়োজন?
গ) উদ্দীপকে উল্লেখিত ঘটনাটি বাংলাদেশের কোন বিষয়ের সূচনার কথা মনে করিয়ে দেয়? ব্যাখ্যা কর।
ঘ) উদ্দীপকে তাওহীদ স্যারের মন্তব্যের সাথে তুমি কি একমত? বিশ্লেষণ কর।
১১। জনাব শাহেদ আলম বাংলাদেশ 'ক' নামক একটি বিষয় চর্চার সূচনা সম্পর্কে ক্লাসে শিক্ষার্থীদের বিশদ ধারণা দেন। এ সময় তিনি ব্ল্যাকবোর্ডে লিখলেন- ১৯৫৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়, এ.কে. নাজমুল করিম, ইউনেস্কোর সহযোগিতা প্রথম অধ্যক্ষ ক্লড লেভি স্ট্রস,ষাটও সত্তর দশকে যথাক্রমে রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে।
ক) বাংলাদেশে সমাজবিজ্ঞানের জনক বলা হয় কাকে?
খ) বাংলাদেশ কেন সমাজবিজ্ঞানী ও নৃ-বিজ্ঞানীদের জন্য স্বর্গ স্বরূপ?
গ) উদ্দীপকে শাহেদ আলম বাংলাদেশ কোন বিষয়টি চর্চার সূচনা সম্পর্কে ধারণা দিচ্ছিলেন? ব্যাখ্যা কর।
ঘ) তুমি কি মনে কর,আধুনিক প্রযুক্তিনির্ভর সমাজেও উক্ত বিষয়টির  অধ্যায়ন গুরুত্বপূর্ণ? মতামত দাও।

সমাজকর্ম-১


রাজশাহী কলেজ
সমাজকর্ম
একাদশ ও দ্বাদশ 
সময়ঃ৩০মিনিট                                       পূর্ণমানঃ৩০
১। "সমাজকর্ম হলো মানবীয় সম্পর্ক বিষয়ক বৈজ্ঞানিক জ্ঞান ও দক্ষতা ভিত্তিক পেশা।"- সংজ্ঞাটি কে দিয়েছেন?
ক) W,A Friedlander
খ) Morales and Sheafor
গ) Herbert Bisno
ঘ) R.A. Skidmore and M.G. Thackery
২। সমাজকর্মকে কলা ও বিজ্ঞান হিসেবে অভিহিত করেছেন কে?
ক) ওয়াল্টার এ ফ্রিডল্যান্ডার
খ) হার্বাট বিসনো
গ) জি উইলসন
ঘ) আর এ  স্কিডমোর ও এম জি থ্যাকারি
৩। আধুনিক শিল্প সমাজের ক্রমবিকাশের জটিলতার ফলে সৃষ্টি হয়েছে কোন সমাজকর্মের?
ক) সনাতন সমাজকর্ম
খ) স্বেচ্ছাসেবী সমাজকর্ম
গ) পেশাদার সমাজকর্ম
ঘ) বেসরকারি সমাজকর্ম
৪। সমাজকর্মীর 'ত্রিবিধ ভূমিকা' বলতে বোঝায়-
ক) প্রতিকার, প্রতিরোধ ও উন্নয়নমূলক
খ) পরিচর্যা, প্রতিকার ও বস্তুগত সহায়তামূলক
গ) পরিবর্তন, প্রতিরোধ ও অবস্তুগত সহায়তামূলক
ঘ) উন্নয়নমূলক পরিচর্যা ও পরামর্শমূলক
৫। 'সক্ষমকারী পেশা' বলতে বোঝায়-
ক) সমাজকর্মী নিজে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে ওঠা
খ) সমস্যাগ্রস্ত ব্যক্তির চাকরির ব্যবস্থা করা
গ) সমস্যাগ্রস্থ ব্যক্তিদের আর্থিক সাহায্য দেওয়া
ঘ) সমস্যাগ্রস্থ ব্যাক্তিকে নিজ সামর্থে স্বাবলম্বী করে গড়ে তোলা
৬। সমাজকর্ম "ব্যক্তিকে একক বা দলীয়ভাবে সামাজিক ও ব্যক্তিগত সন্তুষ্টি ও স্বাধীনতা লাভে সহায়তা করে।"- উক্তিটি কার?
ক) মরেলস এবং শেখর
খ) উইলসন এবং রাইল্যান্ড
গ) স্কিডমোর এবং থ্যাকারি
ঘ) ডব্লিউ এ ফ্রিল্যান্ডার
৭। 'সমাজকর্ম'- এর ইংরেজি হলো-
ক) Social Science       খ) Social Welfare
গ) Social Work             ঘ) Sociology
৮। Introduction to Social Work -গ্রন্থের লেখক কে?
ক) আর এ স্কিডমোর এবং এম জি থ্যাকারি
খ) ডব্লিউ এ ফ্রিল্যান্ডার
গ) জি উইলসন এবং রাইল্যান্ড
ঘ) উইলেনস্কি ও দেবো
৯। "ইনসাইক্লোপিডিয়া অব সোশ্যাল ওয়ার্ক"- গ্রন্থটি কোন প্রতিষ্ঠান কর্তৃক প্রকাশিত হয়?
ক) COS      খ) NASW
গ) AASW    ঘ) CSWE
১০। সমাজকর্ম কোন ধরনের পেশা?
ক) স্বাস্থ্য সেবা মূলক    খ) উন্নয়নমূলক 
গ) ধর্মীয়                       ঘ) শিক্ষামূলক
১১। ওয়ার্নার ডব্লিউ বোয়েম- এর সংজ্ঞা বিশ্লেষণ করলে সমাজকর্মের কয়টি উদ্দেশ্য লক্ষ্য করা যায়?
ক) দুইটি          খ) তিনটি
গ) চারটি           ঘ) ছয়টি
১২। সমাজকর্মের কার্যাবলীর অংশ হিসেবে কি বিবেচিত হয়?
ক) সামাজিক নিয়ন্ত্রণ সাধন
খ) সামাজিক পরিবর্তন সাধন
গ) সামাজিক প্রতিষ্ঠানসমূহ
ঘ) রাজনৈতিক শিষ্টাচার
১৩। সমাজকর্মের অনুশীলন কেমন হয়?
ক) একমুখী               খ) কঠিন    
গ) বাস্তবতা বর্জিত     ঘ) দ্বিমুখী ও অংশগ্রহণমূলক
১৪। 'সমাজকর্ম হলো বৈজ্ঞানিক জ্ঞান এবং মানবিক সম্পর্ক বিষয়ক দক্ষতাসম্পন্ন একটি পেশাদারী সেবাকর্ম'- এ কথাটি বলেছেন-
ক) রেক্স এ স্কিডমোর
খ) আরমান্ডো মরেলস
গ) ডব্লিউ এ, ফ্রিডল্যান্ডার
ঘ) বি. ডব্লিউ. শেফার
১৫। অতীতের বিচ্ছিন্ন ও তাৎক্ষণিক কল্যাণ ব্যবস্থার ক্রমউন্নয়নের ফলে উদ্ভব ঘটেছে-
ক) আধুনিক সমাজকল্যাণের
খ) সমাজকর্মের
গ) সামষ্টিক সমাজকর্মের
ঘ) সামাজিক পরিকল্পনা
১৬। কোন সম্মেলনে ওয়ার্নার ডাব্লিউ.বোয়েম সমাজকর্মের একটি বহুল ব্যবহৃত সংজ্ঞা প্রদান করেছেন?
ক) SCPE      খ) CSWE
গ) FBIC         ঘ) NPOS
১৭। "সমাজকর্ম এমন এক ব্যবস্থা,যা মানুষ ও তার পরিবেশের মধ্যে আন্তঃক্রিয়া সৃষ্টির মাধ্যমে সামাজিক সম্পর্ক স্থাপন কার্যাবলীর দ্বারা ব্যক্তিদেরকে একক ও দলীয়ভাবে তাদের সামাজিক ভূমিকার উন্নয়নে সহায়তা করে।"- উক্তিটি কার?
ক) হার্বাট বিসনো
খ) ফ্রিডল্যান্ডার
গ) আরমান্ডো মরেলস
ঘ) ওয়ার্নার ডাব্লিউ বোয়েম
১৮। সমাজকর্মের মূল লক্ষ্যের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য?
ক) সামাজিক ন্যায়বিচার ও অংশগ্রহণ
খ) মানুষের জীবনমানের উন্নয়ন
গ) ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার সমাধান
ঘ) সামাজিক,আর্থিক ও মানসিক সমস্যামুক্ত সুখী সমাজ গঠন
১৯। "সমাজকর্মের লক্ষ্য হলো সামাজিক ভূমিকার উন্নয়ন ও বর্ধিতকরণ"- উক্তিটি কে করেছেন?
ক) স্কিডমোর ও থ্যাকারে
খ) ডাব্লিউ. বোয়েম
গ) ফ্রিডল্যান্ডার
ঘ) ব্র্যাকফোর্ড ডব্লিউ শেফার
২০। The Curriculum study of 1955 অনুযায়ী সমাজকর্মের কেন্দ্রীয় বা মূল লক্ষ্য কী হওয়া উচিত?
ক) জীবনমান উন্নয়ন
খ) বহুমুখী সমস্যার সমাধান
গ) সামাজিক ভূমিকার উন্নয়ন
ঘ) সামাজিক আন্তঃক্রিয়ার উন্নয়ন
২১। গলগন্ড রোগ হয় কিসের অভাবে?
ক) ভিটামিন-এ     খ) ভিটামিন-বি
গ) ভিটামিন-সি       ঘ) আয়োডিন
২২। 'Common Human Needs' গ্রন্থের লেখক কে?
ক) Robert. Barker      খ) Charlotte Towle
গ) Jerry is Jerry          ঘ) R.M Maclver
২৩। সমাজবিজ্ঞানী টোলের মতে মৌলিক মানবিক চাহিদা কত প্রকার?
ক) ৪   খ) ৫   গ) ৬   ঘ) ৭
২৪। শিশুর মানসিক বিকাশের জন্য সবচেয়ে বেশি দরকার।
ক) বস্ত্র     খ) বাসস্থান     গ) শিক্ষা     ঘ) চিত্ত বিনোদন
২৫। মৌল মানবিক চাহিদা মূলত কয় ধরনের?
ক) দুই   খ) চার  গ) পাঁচ  ঘ) ছয়
২৬। মৌল মানবিক চাহিদাকে ছয় ভাগে ভাগ করেন কে?
ক) বার্কার         খ) টোলে
গ) উইলসন      ঘ) ডানহাম
২৭। বাংলাদেশের সংবিধানের কততম অনুচ্ছেদে মৌলিক মানবিক চাহিদা নিশ্চিত করার কথা বলা হয়েছে?
ক) ১০    খ) ১৫   গ) ১৮   ঘ) ২০
২৮। মৌলিক চাহিদার ব্যয় অনুসারে বাংলাদেশ নিম্ন দারিদ্র্য রেখাভিত্তিক দারিদ্র্যের হার কত ভাগ?
ক) ১২.৯    খ) ২০.৪    গ) ২৮.৭    ঘ) ৩১.৫
২৯। ২০১৫-২০১৬ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ছিল কত শতাংশ?
ক) ৬.৩২       খ) ৬.৫০      গ) ৭.২৪     ঘ) ৬.৮০
৩০। বাংলাদেশে ২০১৫ সালে চরম দারিদ্র্যের হার কত ছিল?
ক) ৪০.৪৩ ভাগ       খ) ৪০.৪২ ভাগ
গ) ৪০.৪৪ ভাগ        ঘ) ৪০.৪৮ ভাগ

 সৃজনশীল নমুনা প্রশ্ন 👈 ক্লিক করুন

Chapter- 1.8

১.৮। ব্যবসা - বাণিজ্য
ইলেক্ট্রনিক মাধ্যমে বা অনলাইনে পণ্য ও সেবা ক্রয়-বিক্রয় করাই ই-কমার্স ‌
মালামাল সরবরাহ পর্যবেক্ষণ করে ই-ট্রাকিং,মূল্য পরিশােধের জন্য ই-পেমেন্ট।
আমাদের দেশে বিখ্যাত ই-কমার্স সাইট bikroy.com, ekhanei.com
ই - কমার্স ৪প্রকার: B2B , C2C , B2C , C2B।
ই-পেমেন্টের জনপ্রিয় সার্ভিস হলাে ক্রেডিট কার্ড। বাংলাদেশে-মােবাইল ব্যংকিং।

Chapter- 1.5_1.6_1.7

১.৫। গবেষণা  ১.৬। অফিস
 অফিস অটোমেশন/ডিজিটাল অফিসঃ যে অফিসের ব্যবস্থাপনা, যােগাযােগ, সিদ্ধান্ত প্রদান, নােটিশ, ডকুমেন্টেশনসহ সকল কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা হয়।

১.৭। বাসস্থান
স্মার্ট হােমঃ এমন বাসস্থান যেখানে বাড়ির হিটিং, কুলিং, লাইটিং, সিকিউরিটি সহ সকল সিস্টেম রিমােট কন্ট্রোলিং বা প্রােগ্রামিং ডিভাইসের মাধ্যমে নিয়ণ করা হয়।

Chapter- 1.4

১.৪। চিকিৎসা
EHR = Electronic Health Record
টেলিমেডিসিনঃ এমন একটি চিকিৎসা সেবা যার মাধ্যমে দূরবর্তী কোন বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা সেবা গ্রহণ করা যায়।
চিকিৎসায় প্রযুক্তির ব্যবহার/ক্ষেত্র/সুবিধাঃ দুরবর্তী স্থানে চিকিৎসা দেয়া,উন্নত চিকিৎসা লাভ, কম খরচে উন্নত চিকিৎসা, যথার্থ চিকিৎসা, বিদেশে না গিয়েও বিদেশি চিকিৎসা, সহজে রােগ নির্ণয়, HER সুবিধা, হাসপাতাল ব্যবস্থাপনা, চিকিৎসক-রােগী যােগাযােগ, মােবাইলে স্বাস্থ্য সেবা, অনলাইন স্বাস্থ্যসেবা, বিনা খরচে হেলথ টিপস, ওয়েবসাইটে স্বাস্থ্যকথা, অনলাইনে জিজ্ঞাসা ও উত্তরের ব্যবস্থা।

Chapter- 1.3

১.৩। শিক্ষা
ই-বুক= ইলেক্ট্রনিক বুক হলাে কাগজ ছাড়া বই, যা বইয়ের সফটকপি নামে পরিচিত। ইন্টারনেট থেকে ফ্রি বা কম খরচে ই-বুক ডাউনলোড করা যায়।
OMR = Optical Mark Reader পরীক্ষার উত্তরপত্র দুত মূল্যায়ন করা যায়।
অনলাইনে IELTS ( International English Language Testing system ) এর মত বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করা।
ডিস্টেন্স লার্নিং/ই-লানিং/ই - এডুকেশনঃ ইলেক্ট্রনিক মাধ্যমে বা অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা বা গ্রহণ করাই ই-এডুকেশন।
শিক্ষায় প্রযুক্তির ব্যবহার/ক্ষেত্র/সুবিধাঃ ই-বুক,OMR, ডিস্টেন্স লার্নিং, ই-লার্নিং/ ই-এডুকেশন,উন্নত বিশ্বের শিক্ষা নেয়া, বিদেশি লাইব্রেরির বই পড়া, অনলাইন এক্সাম, অনলাইন কোর্স, অনলাইন ট্রেনিং, উন্নত পাঠদান পদ্ধতি, সহজলভ্য আর্টিকেল, সুব্যবস্থাপনা, মাল্টিমিডিয়া ক্লাস, কন্টেন্ট ডাউনলােড, শেয়ারিং, কমখরচে উন্নত শিক্ষা, যাতায়াত ছাড়া, আনন্দের পাঠ, বিরক্তিহীনতা, বই কেনার প্রয়ােজন হয় না।

Friday, October 4, 2019

Chapter 1.2



১.২। কর্মসংস্থান

ইন্টারনেটঃ ইন্টারনেটে কর্মসংস্থানের সুযােগকে Virtual Employment World বলে।
  • অনেক ওয়েবসাইট রয়েছে যেখানে চাকুরির বিজ্ঞপ্তি প্রকাশ করে ও তথ্য দেয় , যেমন www.bdjobs.com, www.prothomalojobs.com
আউট সাের্সিং-কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাজ নিজেরা না করে অর্থের বিনিময় অন্য কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকর্তৃক অনলাইনে করিয়ে নেয়াকে আউটসাের্সিং বলে
  • বিশ্বের উন্নত দেশকর্তৃক তাদের প্রয়ােজনীয় কাজ ইন্টারনেটের মাধ্যমে অন্যদেশের লােকজন দিয়ে করিয়ে নেয়ার ব্যবস্থাই আউটসাের্সিং।
ফ্রিল্যান্সিং- কোন ব্যক্তি যদি প্রতিষ্ঠানের সাথে দীর্ঘস্থায়ী চুক্তি ছাড়া তাদের কাজ অনলাইনে সম্পাদন করিয়ে নেয় তাকে ফ্রিল্যান্সার বলে‌
  • তথ্য ও যােগাযােগ প্রযুক্তির দ্বারা বিভিন্ন ধরনের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।
যেসব কাজ করে আয় করা যায়ঃ ওয়েবসাইট তৈরি,সাইট ট্রান্সফার,থ্রিডি এনিমেশন,গ্রাফিক্স ডিজাইন,ডেটা এন্ট্রি, টেক্সট,আর্টিকাল রাইটিং,বিজ্ঞাপন,ইমেল মার্কেটিং,এসইও,সফটওয়্যার ডেভেলপমেন্ট ইত্যাদি।
আউটসাের্সিং এর সুবিধাঃ ঘরে বসেই চাকুরি,বৈদেশিক মুদ্রা আয়,প্রযুক্তি বিনিময়,অনলাইনে কাজ শেখার সুযােগ,২৪ঘন্টাই কাজ করা যায়, বেকারত্বহীনতা , স্বল্পমূল্যে কাজ করানো, প্রতিযােগিতামূলক বাজার সৃষ্টি, একই সাথে অনেক কোম্পানির কাজ করা, যাতায়াত কষ্ট ও ব্যয় নেই, সুবিধামত স্থান ও সময়, সময়ের অপচয় নয়।

১.৩। শিক্ষা << ক্লিক করুন>>

Chapter 1.1



১.১। যোগাযোগ

ই-মেইলঃ ই-মেইল- হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর উন্নত ও ডিজিটাল ডাক ব্যবস্থা।
  • ই-মেইল- হচ্ছে ইন্টারনেট নির্ভর এমন একটি ডাক ব্যবস্থা যা সফটওয়ার ও হার্ডওয়্যারের মাধ্যমে কোন তথ্য বিদ্যুৎগতিতে নির্ভুলভাবে পৌঁছে দেয়া।
  • ই-মেইল ঠিকানার ২টি অংশ থাকে ইউজারনেম ও ডোমেইন নেম।
  • ফ্রী ই-মেইল সুবিধা দেয় Google এর Gmail, yahoo.com,mail.com
টেলিকনফারেন্সিংঃ বিভিন্ন দূরত্বে অবস্থানরত একাধিক ব্যক্তির মধ্যে টেলিযোগাযোগের মাধ্যমে সভা অনুষ্ঠানের প্রক্রিয়াকে টেলিকনফারেন্সিং বলে।
  • ৩ প্রকার: পাবলিক কনফারেন্স,ক্লোজড কনফারেন্স, রিড অনলি কনফারেন্স।
  • ভিডিওকনফারেন্সিংঃ অবস্থানরত একাধিক ব্যাক্তি পর্দায় পরস্পরকে দেখে আলোচনা সভায় অংশগ্রহণ করতে পারে।
  • স্কাইপি, ইয়াহু,ম্যাসেঞ্জার দ্বারা ভিডিও কনফারেন্স করা যায়।
  • বুলেটিন বাের্ড,এক্সপার্ট সিস্টেম, রিজার্ভেশন সিস্টেম,টেলিফোন, মােবাইল ফোন, ই - ফান্ড ট্রান্সফার, ভিডিওটেক্সট, GIS = Geographic Information System
  • blog শব্দটি weblog থেকে যার অর্থ- ব্যক্তিকেন্দ্রিক পত্রিকা।
  • GPS ( Global Positioning system ) স্যাটেলাইট থেকে সার্ভারে তথ্য পাঠায়।
  • গাড়ি বা যানবাহনের গতিবিধি ও গতিপথ নিয়ে এর ব্যবহার আছে।
ব্যবহার/ক্ষেত্র/সুবিধাঃ ই - মেল , ইন্টারনেট, অডিও-ভিডিও কল,অডিও কনফারেন্স,ভিডিও কনফারেন্স , টেলিফোন,ফ্যাক্স,মােবাইল ফোন,অনলাইন যােগাযােগ,চ্যাটিং , টেলিভিশন,রেডিও,জিপিএস , স্যাটেলাইট, ওয়েব, বুলেটিন বাের্ড , এক্সপার্ট সিস্টেম, রিজার্ভেশন সিস্টেম , ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার, জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম।

১.২। কর্মসংস্থান << ক্লিক করুন >>

Wednesday, October 2, 2019

Chapter-1


Chapter-1


তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত-TEXT
উপাত্তঃ(Data) ডেটা হচ্ছে ইনফরমেশনের ক্ষুদ্রতম একক।
তথ্যঃ (Information) ডেটা/উপাত্তকে প্রক্রিয়া করে যে ফলাফল পাওয়া যায় তাকে তথ্য বলে। এক বা একাধিক ডেটা মিলে ইনফরমেশন হয়।
তথ্য প্রযুক্তিঃ (IT) তথ্য ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তিকে তথ্য প্রযুক্তি বলে।
যোগাযোগ প্রযুক্তিঃ (CT) ডেটা কমিউনিকেশন ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তি।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ (ICT= Information is Communication Technology) যে প্রযুক্তির মাধ্যমে তথ্য সংরক্ষণ, প্রক্রিয়াকরণ ও বিনিময় করা যায় তাই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি।
আইসিটি সাধারণত চার প্রকারঃ কম্পিউটিং ও ইনফরমেশন সিস্টেম, ব্রডকাস্টিং, টেলিকমিউনিকেশন ইন্টারনেট।
উপাদানঃ কম্পিউটার,ইন্টারনেট,টেলিভিশন,রেডিও,মোবাইল ফোন, টেলিফোনসহ যোগাযোগ করার সকল যন্ত্র।
নীতিমালাঃ বাংলাদেশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নীতিমালা ২০১৯ ও আইন ২০১২ সালে
কম্পিউটারঃ কম্পিউটার শব্দের অর্থ গণনাকারী যন্ত্র বা হিসাবকারী যন্ত্র। ইহা একটি বৈদ্যুতিক যন্ত্র যা মেমোরিতে থাকা নির্দেশ দ্বারা পরিচালিত হয়। ইনপুট গ্রহণ করে,প্রসেসিং করে এবং আউটপুট প্রদান করে।
কম্পিউটারের জনক ইংরেজ গনিতবিদ চার্লস ব্যাবেজ (১৭৯১-১৮৭১)
কম্পিউটারের প্রধান চারটি কাজঃ প্রোগ্রাম/নির্দেশ সেট সংরক্ষণ করে, ইনপুট গ্রহণ করে,ডাটা প্রসেসিং করে,আউটপুট প্রদান ও সংরক্ষণ করে।
মূল ২টি অংশঃ সফটওয়্যার ও হার্ডওয়্যার (৪টি; ইনপুট,মেমোরি, প্রসেসর,আউটপুট)

১. বিশ্বগ্রামের ধারণা
বিশ্বগ্রাম হলো প্রযুক্তি ভরা বিশ্ব।
যোগাযোগ প্রযুক্তিতে সংযুক্ত একক গোষ্ঠী।
বিশ্বগ্রাম এমন বিশ্বঃ যা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে সংযুক্ত একক সম্প্রদায়।
বিশ্বগ্রামের প্রবক্তাঃ কানাডার টরেন্টো ইউনিভার্সিটির ইংরেজি প্রফেসর বিখ্যাত দার্শনিক মার্শাল ম্যাকলুহান (১৯১১-১৯৮০) Herbert Marshal Mcluhan.
তার প্রকাশিত ২টি বইঃ
ক) The Gutenberg Galaxy(১৯৬২)
খ) Understanding Media(১৯৬৪)
এ গ্লোবাল ভিলেজের ধারণা দেন
ধারণাষাটের দশকে ১৯৭০ সালের বাস্তব রূপ নেয়! জন্ম দেয়(Globalization)
প্রতিষ্ঠিতগত উপাদানঃ হার্ডওয়ার, সফটওয়্যার,নেটওয়ার্ক, ডাটা সক্ষমতা।
ধারণা সংশ্লিষ্ট উপাদানঃ (১১/১২ টি) যোগাযোগ,কর্মসংস্থান,শিক্ষা,চিকিৎসা,গবেষণা, বাসস্থান,ব্যবসা-বাণিজ্য,সংবাদ,বিনোদন,সামাজিক যোগাযোগ. সাংস্কৃতিক বিনিময়।
প্রত্যক্ষ উপাদানঃ কম্পিউটার, মোবাইল,টেলিফোন,রেডিও,টেলিভিশন,স্যাটেলাইট,ইন্টারনেট, ওয়াইফাই,ওয়াইম্যাক্স ইত্যাদি।
সুবিধাঃ পৃথিবী হাতের মুঠোয়,ঘরে বসেই বিশ্বের তাৎক্ষণিক তথ্য,কর্মদক্ষতা বৃদ্ধি,ব্যয় কমেছে,জীবনযাত্রার মানোন্নয়ন,ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ,অনেক কঠিন ও জটিল কাজের সমাধান,অনেক লোকের অনেক দিনের কাজ মুহূর্তেই একজনে,যেখানেই থাকুক সবাই সংযুক্ত, অতি দ্রুত যোগাযোগ, যখনই ঘটনা তখনই সংবাদ, আউটসোর্সিং,ই-লার্নিং, ই-কমার্স,টেলিমেডিসিন,বিনোদন,সাংস্কৃতিক বিনিময়।
অসুবিধাঃ হ্যাকিং,সাইবার অ্যাটাক,প্লেজিয়ারিজম,সফটওয়্যার পাইরোসি, রিসোর্স চুরি,গোপনীয়তা বিনষ্ট,ক্রেডিট কার্ড জালিয়াতি,টরেন্ট,পর্ন,নৈতিক অবক্ষয়,চোখের সমস্যা,বিভিন্ন রোগের সৃষ্টি,শারীরিক সমস্যা।

১.১। যোগাযোগ  << ক্লিক করুন>>

Tuesday, October 1, 2019

ICT


সাজেশন

 সিলেবাস,পাঠ্যবই,বিগত সনের প্রশ্ন,গাইড,
টেস্ট পেপার সহ সকল বিবেচনায় সেরা দশটি বিষয় 
যা থেকে সৃজনশীল প্রশ্ন হতে পারে।

১. ভার্চুয়াল রিয়েলিটি
২. বায়োমেট্রিক্স
৩. ক্রায়োসার্জারি
৪. জেনেটিক ইঞ্জিনিয়ারিং
৫. আউটসোর্সিং
৬. নৈতিকতা (হ্যাকিং,প্লেজিঃ)
৭. ই-কমার্স
৮. রোবটিক্স
৯. বিশ্বগ্রাম
১০. ন্যানোটেকনোলজি









Thursday, September 26, 2019

ICT



এই অধ্যায়ে যা আছে
ক. বিশ্বগ্রাম
১। যোগাযোগ (ইমেইল,টেলি-ভিডিও কনফারেন্স)
২। কর্মসংস্থান (আউটসোর্সিং)
৩। ব্যবসা (ই-কমার্স)
৪। শিক্ষা (ই-লার্নিং)
৫। চিকিৎসা (টেলিমেডিসিন)

খ. ভার্চুয়াল রিয়েলিটি
গ. সাম্প্রতিক প্রবণতা
১। বায়োমেট্রিক্স
২। জেনেটিক ইঞ্জিনিয়ারিং
৩। ক্রায়োসার্জারি
৪। রোবটিক্স
৫। ন্যানোটেকনোলজি
৬। কৃত্রিমবুদ্ধিমত্তা
৭। বায়োইনফরমেট্রিক্স

ঘ. নৈতিকতা
১। হ্যাকিং
২। প্লেজিয়ারিজম