Friday, October 4, 2019

Chapter 1.1



১.১। যোগাযোগ

ই-মেইলঃ ই-মেইল- হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর উন্নত ও ডিজিটাল ডাক ব্যবস্থা।
  • ই-মেইল- হচ্ছে ইন্টারনেট নির্ভর এমন একটি ডাক ব্যবস্থা যা সফটওয়ার ও হার্ডওয়্যারের মাধ্যমে কোন তথ্য বিদ্যুৎগতিতে নির্ভুলভাবে পৌঁছে দেয়া।
  • ই-মেইল ঠিকানার ২টি অংশ থাকে ইউজারনেম ও ডোমেইন নেম।
  • ফ্রী ই-মেইল সুবিধা দেয় Google এর Gmail, yahoo.com,mail.com
টেলিকনফারেন্সিংঃ বিভিন্ন দূরত্বে অবস্থানরত একাধিক ব্যক্তির মধ্যে টেলিযোগাযোগের মাধ্যমে সভা অনুষ্ঠানের প্রক্রিয়াকে টেলিকনফারেন্সিং বলে।
  • ৩ প্রকার: পাবলিক কনফারেন্স,ক্লোজড কনফারেন্স, রিড অনলি কনফারেন্স।
  • ভিডিওকনফারেন্সিংঃ অবস্থানরত একাধিক ব্যাক্তি পর্দায় পরস্পরকে দেখে আলোচনা সভায় অংশগ্রহণ করতে পারে।
  • স্কাইপি, ইয়াহু,ম্যাসেঞ্জার দ্বারা ভিডিও কনফারেন্স করা যায়।
  • বুলেটিন বাের্ড,এক্সপার্ট সিস্টেম, রিজার্ভেশন সিস্টেম,টেলিফোন, মােবাইল ফোন, ই - ফান্ড ট্রান্সফার, ভিডিওটেক্সট, GIS = Geographic Information System
  • blog শব্দটি weblog থেকে যার অর্থ- ব্যক্তিকেন্দ্রিক পত্রিকা।
  • GPS ( Global Positioning system ) স্যাটেলাইট থেকে সার্ভারে তথ্য পাঠায়।
  • গাড়ি বা যানবাহনের গতিবিধি ও গতিপথ নিয়ে এর ব্যবহার আছে।
ব্যবহার/ক্ষেত্র/সুবিধাঃ ই - মেল , ইন্টারনেট, অডিও-ভিডিও কল,অডিও কনফারেন্স,ভিডিও কনফারেন্স , টেলিফোন,ফ্যাক্স,মােবাইল ফোন,অনলাইন যােগাযােগ,চ্যাটিং , টেলিভিশন,রেডিও,জিপিএস , স্যাটেলাইট, ওয়েব, বুলেটিন বাের্ড , এক্সপার্ট সিস্টেম, রিজার্ভেশন সিস্টেম , ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার, জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম।

১.২। কর্মসংস্থান << ক্লিক করুন >>

No comments:

Post a Comment