Sunday, November 17, 2019

সমাজবিজ্ঞান-১১

রাজশাহী কলেজ
সমাজবিজ্ঞান
বহুনির্বাচনী নমুনা প্রশ্ন
সময়ঃ৩০মিনিট                                     পূর্ণমানঃ৩০
১। 'Sociology' শব্দটির প্রবক্তা কে?
ক) প্লেটো      খ) এরিস্টটল
গ) ইবনে খালদুন     ঘ) অগাস্ট কোৎ
২। সমাজবিজ্ঞানকে বলা হয়-
ক) মূল্যবোধভিত্তিক বিজ্ঞান
খ) বস্তুনিষ্ঠ বিজ্ঞান
গ) আদর্শনিষ্ঠ বিজ্ঞান
ঘ) ব্যবহারিক বিজ্ঞান
৩। 'The Prince' গ্রন্থের লেখক কে?
ক) হপস    খ) লক    গ) মেকিয়াভেলি   ঘ) রুশো
৪। অষ্টাদশ শতাব্দীতে কোথায় শিল্প বিপ্লব ঘটে?
ক) ফ্রান্সে    খ) জার্মানিতে    গ) ইটালিতে    ঘ) ইংল্যান্ডে
৫। 'সমাজবিজ্ঞান হচ্ছে অনুষ্ঠান- প্রতিষ্ঠানের বিজ্ঞান'– উক্তিটি কার?
ক) ইবনে খালদুন     খ) অগাস্ট কোঁৎ
গ) এমিল ডুর্খেইম      ঘ) কার্ল মার্কস
৬। সমাজবিজ্ঞানের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে-
ক) মানুষ    খ) সংস্কৃতি    গ) সম্প্রদায়    ঘ) সমাজ
৭। 'সামাজিক স্থিতিশীলতা ও সামাজিক গতিশীলতা' ধারণাটি কোন সমাজবিজ্ঞানীর?
ক) এমিল ডুর্খেইম     খ) উইলিয়াম পি.স্কট
গ) অগাস্ট কোঁৎ     ঘ) রিচার্ড টি শেফার
৮। বৈজ্ঞানিক পদ্ধতির প্রথম ধাপ কোনটি?
ক) উপাত্ত সংগ্রহ    খ) সমস্যা নির্বাচন
গ) যথার্থতা যাচাই     ঘ) উপাত্তের শ্রেণী বিন্যাস
৯। গ্রামীণ আর্থ-সামাজিক অবস্থা সম্পর্কে অনুসন্ধান করতে কোন গবেষণা পদ্ধতি ব্যবহার করা হয়?
ক) জরিপ পদ্ধতি    খ) ঐতিহাসিক পদ্ধতি
গ) তুলনামূলক পদ্ধতি     ঘ) পরীক্ষণ পদ্ধতি
১০। কৌশলের ইংরেজি প্রতিশব্দ কোনটি?
ক) Method      খ) Technique
গ) Logos          ঘ) Research
১১। বিজ্ঞান ভিত্তিক গবেষণা পদ্ধতি প্রথম ধাপ কোনটি?
ক) উপাত্ত সংগ্রহ     খ) প্রকল্প প্রণয়ন
গ) তথ্য উপস্থাপন     ঘ) সমস্যা নির্বাচন
১২। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট অনুসন্ধানে কোন ধরনের গবেষণা পদ্ধতি প্রয়োগ করা যায়?
ক) পরীক্ষণ পদ্ধতি    খ) ঐতিহাসিক পদ্ধতি
গ) তুলনামূলক পদ্ধতি   ঘ) ঘটনা জরিপ পদ্ধতি
১৩। বৈজ্ঞানিক পদ্ধতির ধাপ নয় কোনটি?
ক) সমস্যা নির্বাচন     খ) অনুসিদ্ধান্ত যাচাই
গ) সুশৃংখল অধ্যায়ন ঘ) সমস্যার সংজ্ঞায়ন
১৪। সমাজবিজ্ঞানকে ঐতিহ্যগতভাবে মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান বলা হয়। কারণ, সমাজবিজ্ঞান-
ক) সমাজের বাস্তবতা তুলে ধরে নিরপেক্ষভাবে বিশ্লেষণ করে
খ) সমাজে মূল্যবোধ নিয়ে আলোচনা করে
গ) সমাজের সকল বিষয় ভাবাবেগ দ্বারা মূল্যায়ন করে
ঘ) নৈতিকতার দিক থেকে সমাজের বিশ্লেষণ করে
১৫। পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-
ক) অর্থনৈতিক     খ) পারিবারিক
গ) ব্যক্তিগত         ঘ) দেশের জন্য
১৬। Das Capital গ্রন্থটির রচিয়তা কে?
ক) অগাস্ট কোঁৎ       খ) কার্ল মার্কস
গ) ম্যাক্সওয়েবার      ঘ) ডুর্খেইম
১৭। ডুর্খেইম কয় ধরনের আত্মহত্যার কথা বলেছেন?
ক) দুই    খ) তিন     গ) পাঁচ    ঘ) ছয়
১৮। রাষ্ট্রের উৎপত্তির ক্ষেত্রে "সামাজিক চুক্তি" মতবাদের প্রবক্তা কে?
ক) কার্ল মার্কস     খ) রুশো
গ) ডুর্খেইন ঘ) ওয়েবার
১৯। আসাবিয়া হচ্ছে-
ক) সামাজিক সংহতি     খ) সামাজিক চেতনা
গ) সামাজিক ক্ষমতা     ঘ) সামাজিক নির্ভরশীলতা
২০। শ্রেণীসংগ্রাম তত্ত্বটি কার?
ক) ইবনে খালদুন    খ) হার্বাট স্পেন্সার
গ) কার্ল মার্কস        ঘ) এমিল ডুর্খেইম
২১। "The Protestant Ethic and Spirit of Capitalism" গ্রন্থটির লেখক কে?
ক) আগস্ট কোঁৎ       খ) ম্যাক্সওয়েবার
গ) হার্বাট স্পেন্সার      ঘ) কার্ল মার্কস
২২। বাংলাদেশের সমাজবিজ্ঞানের প্রতিষ্ঠাতা বলা হয় কাকে?
ক) অর্জিত কুমার সেন     খ) এ.কে.নাজমুল করিম
গ) রাধাকমল মুখার্জী       ঘ) লেভী স্ট্রস
২৩। 'সমাজ সমীক্ষণ' বইটির রচিয়তা কে?
ক)ড. এ.কে. নাজমুল করিম
খ) অধ্যাপক আফসার উদ্দিন
গ) অধ্যাপক ফজলুল রশিদ খান
ঘ) ড.রঙ্গলাল সেন
২৪। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক)১৯৫৭         খ) ১৯৫৮
গ) ১৯৫৯         ঘ) ১৯৬০
২৫। কোন বিষয়টি সমাজের মানুষের সামগ্রিক জীবন প্রণালী নিয়ে আলোচনা করে?
ক) ভূগোল    খ) রাষ্ট্রবিজ্ঞান    গ) অর্থনীতি     ঘ) সমাজবিজ্ঞান
২৬। 'Society' গ্রন্থের লেখক কে?
ক) ম্যাকাইভার ও পেজ     খ) গিলিন ও গেলিন
গ) ডেভিড পপেনো        ঘ) এরিস্টোটল
২৭। বাংলাদেশে সমাজবিজ্ঞান চর্চার পথিকৃৎ কে?
ক) ড.রঙ্গলাল সেন   
খ) ড.হাফিজ জায়েদি
গ) ড.এ.কে. নাজমুল করিম
ঘ) নিজাম উদ্দিন আহমদ
২৮। বাংলাদেশের সমাজবিজ্ঞান বিকাশে জাতিসংঘের কোন সংস্থা অবদান রেখেছে?
ক) ইউনেস্কো      খ) ডব্লিউ এইচ. ও
গ) ইউনিসেফ      ঘ) ইউএনডিপি
২৯। কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান পাঠ শুরু হয়?
ক) ১৯১৭      খ) ১৯১৯
গ) ১৯২৫      ঘ) ১৯৫৭
৩০। বাংলাদেশের সমাজবিজ্ঞানের অগ্রযাত্রা শুরু হয় কত সালে?
ক) ১৯৪৭ সালে     খ) ১৯৫৭ সালে
গ) ১৯৬৭ সালে      ঘ) ১৯৬৮ সালে

সৃজনশীল নমুনা প্রশ্ন 👈 ক্লিক করুন।


4 comments:

  1. ৩০ নামৃবারের উত্তর টা কি?

    ReplyDelete
    Replies
    1. ২২। বাংলাদেশের সমাজবিজ্ঞানের প্রতিষ্ঠাতা বলা হয় কাকে?

      Delete


  2. বাংলাদেশে সামাজিক বিজ্ঞানের অগ্রযাত্রা শুরু হয় কত সালে

    ReplyDelete
  3. ২ নাম্বার এর উত্তরটা কী?

    ReplyDelete