১.২। কর্মসংস্থান
ইন্টারনেটঃ ইন্টারনেটে কর্মসংস্থানের সুযােগকে Virtual Employment World বলে।- অনেক ওয়েবসাইট রয়েছে যেখানে চাকুরির বিজ্ঞপ্তি প্রকাশ করে ও তথ্য দেয় , যেমন www.bdjobs.com, www.prothomalojobs.com
- বিশ্বের উন্নত দেশকর্তৃক তাদের প্রয়ােজনীয় কাজ ইন্টারনেটের মাধ্যমে অন্যদেশের লােকজন দিয়ে করিয়ে নেয়ার ব্যবস্থাই আউটসাের্সিং।
- তথ্য ও যােগাযােগ প্রযুক্তির দ্বারা বিভিন্ন ধরনের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।
আউটসাের্সিং এর সুবিধাঃ ঘরে বসেই চাকুরি,বৈদেশিক মুদ্রা আয়,প্রযুক্তি বিনিময়,অনলাইনে কাজ শেখার সুযােগ,২৪ঘন্টাই কাজ করা যায়, বেকারত্বহীনতা , স্বল্পমূল্যে কাজ করানো, প্রতিযােগিতামূলক বাজার সৃষ্টি, একই সাথে অনেক কোম্পানির কাজ করা, যাতায়াত কষ্ট ও ব্যয় নেই, সুবিধামত স্থান ও সময়, সময়ের অপচয় নয়।
১.৩। শিক্ষা << ক্লিক করুন>>

No comments:
Post a Comment