Friday, October 4, 2019

Chapter 1.2



১.২। কর্মসংস্থান

ইন্টারনেটঃ ইন্টারনেটে কর্মসংস্থানের সুযােগকে Virtual Employment World বলে।
  • অনেক ওয়েবসাইট রয়েছে যেখানে চাকুরির বিজ্ঞপ্তি প্রকাশ করে ও তথ্য দেয় , যেমন www.bdjobs.com, www.prothomalojobs.com
আউট সাের্সিং-কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাজ নিজেরা না করে অর্থের বিনিময় অন্য কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকর্তৃক অনলাইনে করিয়ে নেয়াকে আউটসাের্সিং বলে
  • বিশ্বের উন্নত দেশকর্তৃক তাদের প্রয়ােজনীয় কাজ ইন্টারনেটের মাধ্যমে অন্যদেশের লােকজন দিয়ে করিয়ে নেয়ার ব্যবস্থাই আউটসাের্সিং।
ফ্রিল্যান্সিং- কোন ব্যক্তি যদি প্রতিষ্ঠানের সাথে দীর্ঘস্থায়ী চুক্তি ছাড়া তাদের কাজ অনলাইনে সম্পাদন করিয়ে নেয় তাকে ফ্রিল্যান্সার বলে‌
  • তথ্য ও যােগাযােগ প্রযুক্তির দ্বারা বিভিন্ন ধরনের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।
যেসব কাজ করে আয় করা যায়ঃ ওয়েবসাইট তৈরি,সাইট ট্রান্সফার,থ্রিডি এনিমেশন,গ্রাফিক্স ডিজাইন,ডেটা এন্ট্রি, টেক্সট,আর্টিকাল রাইটিং,বিজ্ঞাপন,ইমেল মার্কেটিং,এসইও,সফটওয়্যার ডেভেলপমেন্ট ইত্যাদি।
আউটসাের্সিং এর সুবিধাঃ ঘরে বসেই চাকুরি,বৈদেশিক মুদ্রা আয়,প্রযুক্তি বিনিময়,অনলাইনে কাজ শেখার সুযােগ,২৪ঘন্টাই কাজ করা যায়, বেকারত্বহীনতা , স্বল্পমূল্যে কাজ করানো, প্রতিযােগিতামূলক বাজার সৃষ্টি, একই সাথে অনেক কোম্পানির কাজ করা, যাতায়াত কষ্ট ও ব্যয় নেই, সুবিধামত স্থান ও সময়, সময়ের অপচয় নয়।

১.৩। শিক্ষা << ক্লিক করুন>>

No comments:

Post a Comment