Chapter-1
তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত-TEXT
উপাত্তঃ(Data) ডেটা হচ্ছে ইনফরমেশনের ক্ষুদ্রতম একক।
তথ্যঃ (Information) ডেটা/উপাত্তকে প্রক্রিয়া করে যে ফলাফল পাওয়া যায় তাকে তথ্য বলে। এক বা একাধিক ডেটা মিলে ইনফরমেশন হয়।
তথ্য প্রযুক্তিঃ (IT) তথ্য ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তিকে তথ্য প্রযুক্তি বলে।
যোগাযোগ প্রযুক্তিঃ (CT) ডেটা কমিউনিকেশন ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তি।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঃ (ICT= Information is Communication Technology) যে প্রযুক্তির মাধ্যমে তথ্য সংরক্ষণ, প্রক্রিয়াকরণ ও বিনিময় করা যায় তাই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি।
আইসিটি সাধারণত চার প্রকারঃ কম্পিউটিং ও ইনফরমেশন সিস্টেম, ব্রডকাস্টিং, টেলিকমিউনিকেশন ইন্টারনেট।
উপাদানঃ কম্পিউটার,ইন্টারনেট,টেলিভিশন,রেডিও,মোবাইল ফোন, টেলিফোনসহ যোগাযোগ করার সকল যন্ত্র।
নীতিমালাঃ বাংলাদেশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নীতিমালা ২০১৯ ও আইন ২০১২ সালে
কম্পিউটারঃ কম্পিউটার শব্দের অর্থ গণনাকারী যন্ত্র বা হিসাবকারী যন্ত্র। ইহা একটি বৈদ্যুতিক যন্ত্র যা মেমোরিতে থাকা নির্দেশ দ্বারা পরিচালিত হয়। ইনপুট গ্রহণ করে,প্রসেসিং করে এবং আউটপুট প্রদান করে।
কম্পিউটারের জনক ইংরেজ গনিতবিদ চার্লস ব্যাবেজ (১৭৯১-১৮৭১)
কম্পিউটারের প্রধান চারটি কাজঃ প্রোগ্রাম/নির্দেশ সেট সংরক্ষণ করে, ইনপুট গ্রহণ করে,ডাটা প্রসেসিং করে,আউটপুট প্রদান ও সংরক্ষণ করে।
মূল ২টি অংশঃ সফটওয়্যার ও হার্ডওয়্যার (৪টি; ইনপুট,মেমোরি, প্রসেসর,আউটপুট)
১. বিশ্বগ্রামের ধারণা
বিশ্বগ্রাম হলো প্রযুক্তি ভরা বিশ্ব।
যোগাযোগ প্রযুক্তিতে সংযুক্ত একক গোষ্ঠী।
বিশ্বগ্রাম এমন বিশ্বঃ যা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে সংযুক্ত একক সম্প্রদায়।
বিশ্বগ্রামের প্রবক্তাঃ কানাডার টরেন্টো ইউনিভার্সিটির ইংরেজি প্রফেসর বিখ্যাত দার্শনিক মার্শাল ম্যাকলুহান (১৯১১-১৯৮০) Herbert Marshal Mcluhan.
তার প্রকাশিত ২টি বইঃ
ক) The Gutenberg Galaxy(১৯৬২)
খ) Understanding Media(১৯৬৪)
এ গ্লোবাল ভিলেজের ধারণা দেন
ধারণাষাটের দশকে ১৯৭০ সালের বাস্তব রূপ নেয়! জন্ম দেয়(Globalization)
প্রতিষ্ঠিতগত উপাদানঃ হার্ডওয়ার, সফটওয়্যার,নেটওয়ার্ক, ডাটা সক্ষমতা।
ধারণা সংশ্লিষ্ট উপাদানঃ (১১/১২ টি) যোগাযোগ,কর্মসংস্থান,শিক্ষা,চিকিৎসা,গবেষণা, বাসস্থান,ব্যবসা-বাণিজ্য,সংবাদ,বিনোদন,সামাজিক যোগাযোগ. সাংস্কৃতিক বিনিময়।
প্রত্যক্ষ উপাদানঃ কম্পিউটার, মোবাইল,টেলিফোন,রেডিও,টেলিভিশন,স্যাটেলাইট,ইন্টারনেট, ওয়াইফাই,ওয়াইম্যাক্স ইত্যাদি।
সুবিধাঃ পৃথিবী হাতের মুঠোয়,ঘরে বসেই বিশ্বের তাৎক্ষণিক তথ্য,কর্মদক্ষতা বৃদ্ধি,ব্যয় কমেছে,জীবনযাত্রার মানোন্নয়ন,ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ,অনেক কঠিন ও জটিল কাজের সমাধান,অনেক লোকের অনেক দিনের কাজ মুহূর্তেই একজনে,যেখানেই থাকুক সবাই সংযুক্ত, অতি দ্রুত যোগাযোগ, যখনই ঘটনা তখনই সংবাদ, আউটসোর্সিং,ই-লার্নিং, ই-কমার্স,টেলিমেডিসিন,বিনোদন,সাংস্কৃতিক বিনিময়।
অসুবিধাঃ হ্যাকিং,সাইবার অ্যাটাক,প্লেজিয়ারিজম,সফটওয়্যার পাইরোসি, রিসোর্স চুরি,গোপনীয়তা বিনষ্ট,ক্রেডিট কার্ড জালিয়াতি,টরেন্ট,পর্ন,নৈতিক অবক্ষয়,চোখের সমস্যা,বিভিন্ন রোগের সৃষ্টি,শারীরিক সমস্যা।
১.১। যোগাযোগ << ক্লিক করুন>>