রাজশাহী কলেজ
সমাজকর্ম
একাদশ ও দ্বাদশ
সময়ঃ৩০মিনিট পূর্ণমানঃ৩০১। "সমাজকর্ম হলো মানবীয় সম্পর্ক বিষয়ক বৈজ্ঞানিক জ্ঞান ও দক্ষতা ভিত্তিক পেশা।"- সংজ্ঞাটি কে দিয়েছেন?
ক) W,A Friedlander
খ) Morales and Sheafor
গ) Herbert Bisno
ঘ) R.A. Skidmore and M.G. Thackery
২। সমাজকর্মকে কলা ও বিজ্ঞান হিসেবে অভিহিত করেছেন কে?
ক) ওয়াল্টার এ ফ্রিডল্যান্ডার
খ) হার্বাট বিসনো
গ) জি উইলসন
ঘ) আর এ স্কিডমোর ও এম জি থ্যাকারি
৩। আধুনিক শিল্প সমাজের ক্রমবিকাশের জটিলতার ফলে সৃষ্টি হয়েছে কোন সমাজকর্মের?
ক) সনাতন সমাজকর্ম
খ) স্বেচ্ছাসেবী সমাজকর্ম
গ) পেশাদার সমাজকর্ম
ঘ) বেসরকারি সমাজকর্ম
৪। সমাজকর্মীর 'ত্রিবিধ ভূমিকা' বলতে বোঝায়-
ক) প্রতিকার, প্রতিরোধ ও উন্নয়নমূলক
খ) পরিচর্যা, প্রতিকার ও বস্তুগত সহায়তামূলক
গ) পরিবর্তন, প্রতিরোধ ও অবস্তুগত সহায়তামূলক
ঘ) উন্নয়নমূলক পরিচর্যা ও পরামর্শমূলক
৫। 'সক্ষমকারী পেশা' বলতে বোঝায়-
ক) সমাজকর্মী নিজে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে ওঠা
খ) সমস্যাগ্রস্ত ব্যক্তির চাকরির ব্যবস্থা করা
গ) সমস্যাগ্রস্থ ব্যক্তিদের আর্থিক সাহায্য দেওয়া
ঘ) সমস্যাগ্রস্থ ব্যাক্তিকে নিজ সামর্থে স্বাবলম্বী করে গড়ে তোলা
৬। সমাজকর্ম "ব্যক্তিকে একক বা দলীয়ভাবে সামাজিক ও ব্যক্তিগত সন্তুষ্টি ও স্বাধীনতা লাভে সহায়তা করে।"- উক্তিটি কার?
ক) মরেলস এবং শেখর
খ) উইলসন এবং রাইল্যান্ড
গ) স্কিডমোর এবং থ্যাকারি
ঘ) ডব্লিউ এ ফ্রিল্যান্ডার
৭। 'সমাজকর্ম'- এর ইংরেজি হলো-
ক) Social Science খ) Social Welfare
গ) Social Work ঘ) Sociology
৮। Introduction to Social Work -গ্রন্থের লেখক কে?
ক) আর এ স্কিডমোর এবং এম জি থ্যাকারি
খ) ডব্লিউ এ ফ্রিল্যান্ডার
গ) জি উইলসন এবং রাইল্যান্ড
ঘ) উইলেনস্কি ও দেবো
৯। "ইনসাইক্লোপিডিয়া অব সোশ্যাল ওয়ার্ক"- গ্রন্থটি কোন প্রতিষ্ঠান কর্তৃক প্রকাশিত হয়?
ক) COS খ) NASW
গ) AASW ঘ) CSWE
১০। সমাজকর্ম কোন ধরনের পেশা?
ক) স্বাস্থ্য সেবা মূলক খ) উন্নয়নমূলক
গ) ধর্মীয় ঘ) শিক্ষামূলক
১১। ওয়ার্নার ডব্লিউ বোয়েম- এর সংজ্ঞা বিশ্লেষণ করলে সমাজকর্মের কয়টি উদ্দেশ্য লক্ষ্য করা যায়?
ক) দুইটি খ) তিনটি
গ) চারটি ঘ) ছয়টি
১২। সমাজকর্মের কার্যাবলীর অংশ হিসেবে কি বিবেচিত হয়?
ক) সামাজিক নিয়ন্ত্রণ সাধন
খ) সামাজিক পরিবর্তন সাধন
গ) সামাজিক প্রতিষ্ঠানসমূহ
ঘ) রাজনৈতিক শিষ্টাচার
১৩। সমাজকর্মের অনুশীলন কেমন হয়?
ক) একমুখী খ) কঠিন
গ) বাস্তবতা বর্জিত ঘ) দ্বিমুখী ও অংশগ্রহণমূলক
১৪। 'সমাজকর্ম হলো বৈজ্ঞানিক জ্ঞান এবং মানবিক সম্পর্ক বিষয়ক দক্ষতাসম্পন্ন একটি পেশাদারী সেবাকর্ম'- এ কথাটি বলেছেন-
ক) রেক্স এ স্কিডমোর
খ) আরমান্ডো মরেলস
গ) ডব্লিউ এ, ফ্রিডল্যান্ডার
ঘ) বি. ডব্লিউ. শেফার
১৫। অতীতের বিচ্ছিন্ন ও তাৎক্ষণিক কল্যাণ ব্যবস্থার ক্রমউন্নয়নের ফলে উদ্ভব ঘটেছে-
ক) আধুনিক সমাজকল্যাণের
খ) সমাজকর্মের
গ) সামষ্টিক সমাজকর্মের
ঘ) সামাজিক পরিকল্পনা
১৬। কোন সম্মেলনে ওয়ার্নার ডাব্লিউ.বোয়েম সমাজকর্মের একটি বহুল ব্যবহৃত সংজ্ঞা প্রদান করেছেন?
ক) SCPE খ) CSWE
গ) FBIC ঘ) NPOS
১৭। "সমাজকর্ম এমন এক ব্যবস্থা,যা মানুষ ও তার পরিবেশের মধ্যে আন্তঃক্রিয়া সৃষ্টির মাধ্যমে সামাজিক সম্পর্ক স্থাপন কার্যাবলীর দ্বারা ব্যক্তিদেরকে একক ও দলীয়ভাবে তাদের সামাজিক ভূমিকার উন্নয়নে সহায়তা করে।"- উক্তিটি কার?
ক) হার্বাট বিসনো
খ) ফ্রিডল্যান্ডার
গ) আরমান্ডো মরেলস
ঘ) ওয়ার্নার ডাব্লিউ বোয়েম
১৮। সমাজকর্মের মূল লক্ষ্যের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য?
ক) সামাজিক ন্যায়বিচার ও অংশগ্রহণ
খ) মানুষের জীবনমানের উন্নয়ন
গ) ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার সমাধান
ঘ) সামাজিক,আর্থিক ও মানসিক সমস্যামুক্ত সুখী সমাজ গঠন
১৯। "সমাজকর্মের লক্ষ্য হলো সামাজিক ভূমিকার উন্নয়ন ও বর্ধিতকরণ"- উক্তিটি কে করেছেন?
ক) স্কিডমোর ও থ্যাকারে
খ) ডাব্লিউ. বোয়েম
গ) ফ্রিডল্যান্ডার
ঘ) ব্র্যাকফোর্ড ডব্লিউ শেফার
২০। The Curriculum study of 1955 অনুযায়ী সমাজকর্মের কেন্দ্রীয় বা মূল লক্ষ্য কী হওয়া উচিত?
ক) জীবনমান উন্নয়ন
খ) বহুমুখী সমস্যার সমাধান
গ) সামাজিক ভূমিকার উন্নয়ন
ঘ) সামাজিক আন্তঃক্রিয়ার উন্নয়ন
২১। গলগন্ড রোগ হয় কিসের অভাবে?
ক) ভিটামিন-এ খ) ভিটামিন-বি
গ) ভিটামিন-সি ঘ) আয়োডিন
২২। 'Common Human Needs' গ্রন্থের লেখক কে?
ক) Robert. Barker খ) Charlotte Towle
গ) Jerry is Jerry ঘ) R.M Maclver
২৩। সমাজবিজ্ঞানী টোলের মতে মৌলিক মানবিক চাহিদা কত প্রকার?
ক) ৪ খ) ৫ গ) ৬ ঘ) ৭
২৪। শিশুর মানসিক বিকাশের জন্য সবচেয়ে বেশি দরকার।
ক) বস্ত্র খ) বাসস্থান গ) শিক্ষা ঘ) চিত্ত বিনোদন
২৫। মৌল মানবিক চাহিদা মূলত কয় ধরনের?
ক) দুই খ) চার গ) পাঁচ ঘ) ছয়
২৬। মৌল মানবিক চাহিদাকে ছয় ভাগে ভাগ করেন কে?
ক) বার্কার খ) টোলে
গ) উইলসন ঘ) ডানহাম
২৭। বাংলাদেশের সংবিধানের কততম অনুচ্ছেদে মৌলিক মানবিক চাহিদা নিশ্চিত করার কথা বলা হয়েছে?
ক) ১০ খ) ১৫ গ) ১৮ ঘ) ২০
২৮। মৌলিক চাহিদার ব্যয় অনুসারে বাংলাদেশ নিম্ন দারিদ্র্য রেখাভিত্তিক দারিদ্র্যের হার কত ভাগ?
ক) ১২.৯ খ) ২০.৪ গ) ২৮.৭ ঘ) ৩১.৫
২৯। ২০১৫-২০১৬ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ছিল কত শতাংশ?
ক) ৬.৩২ খ) ৬.৫০ গ) ৭.২৪ ঘ) ৬.৮০
৩০। বাংলাদেশে ২০১৫ সালে চরম দারিদ্র্যের হার কত ছিল?
ক) ৪০.৪৩ ভাগ খ) ৪০.৪২ ভাগ
গ) ৪০.৪৪ ভাগ ঘ) ৪০.৪৮ ভাগ
সৃজনশীল নমুনা প্রশ্ন 👈 ক্লিক করুন
No comments:
Post a Comment